নীল দত্ত

হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ, লেগে যাবে হঠাৎ,
হয়তো নামবে এসিড বৃষ্টি, অসময়ে।
হয়তো সূর্য্যের রঙ হয়ে যাবে ঘোলাটে,

হয়তো গলে যাবে হিমালয়।

তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।

হয়তো সূর্য্যের তাপে ছারখার হয়ে যাবে হেলসিনকি,
হয়তো বরফ পরবে কোলকাতায়,
হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রঙ।
হয়তো চলবে না গাড়ি রাস্তায়।

তবু আসবো আমি তোমার পাড়ায়,
ফিরে আসবো আমি তোমার পাড়ায়।
তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।

দেখো বদলে যেতে হবেই,
বদলায় পদবি
বদলায় ঠিকানা
বদলায় সময়
বদলায় জামার ভিতর সকলের শরীর,
বদলায় চাহিদা শিরায় শিরায়।
কোনটা ভালো, কোনটা খারাপ সেটাও বদলে যায়।
কে হিন্দু, কে জাপানি, কিসের দায়।
যেটাই সত্যি সেটাই থাকবে দাফন হবার পর।
দিন-রাত মিলেমিশে ভোরবেলায়।

আমি আসবো ফিরে তোমার পাড়ায়,
ফিরে আসবো আমি তোমার পাড়ায়।
তুমি থাকো বা না থাকো তোমার বারান্দায়।
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।
আমি আসবো, ফিরে তোমার পাড়ায়।
ফিরে আসবো আমি তোমার পাড়ায়।
তুমি থাকো বা না থাকো তোমার বারান্দায়।
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।

This article has 2 comments

  1. w388vn8 Reply

    w388vn8 is my go-to when I’m bored. A good range of games to keep you busy. Give it a look when you’ve got some time! You never know, might be your lucky day!: w388vn8

Leave a Reply to w388vn8 Cancel reply