রাজধানী ঢাকার কোন শপিং মল, মার্কেট বা এলাকা কবে বন্ধ থাকে

জনাব অর্বাচীন উজবুক সাহেব বৃহস্পতিবার সকালে উঠে ঠিক করলেন সেগুনবাগিচা যাবেন। ইদানিং খেয়ে খেয়ে যা ওজন হয়েছে, তাতে একটু কমানো দরকার; আর ওজন কমছে কী না তা জানার জন্য দরকার একটা ওজন মাপার যন্ত্র। সেগুনাবগিচার বিএমএ (এটা কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমি না, এইটা হইল বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন!)-তে এই যন্ত্রটা পাওয়া যাবে। তিনি খানিকটা হেঁটে, খানিকটা বাসে চেপে প্রেস ক্লাবের সামনে নামলেন। এদিকে আবার মেট্রোরেলের কাজ চলছে! কিন্তু এলাকা সুনসান নীরব! বুঝতে বাকী রইল না তার! আজ এই এলাকার সকল দোকান-পাট বন্ধ। হায়রে কপাল, আজকেই এই জিনিস ঘটতে হবে। আরেকদিন উজবুক সাহেব স্বয়ং মঙ্গলবার বিকেলকে বুধবার বিকেল ভেবে নাচতে নাচতে বসুন্ধরা সিটিতে হাজির হলেন নতুন ফোন কিনবেন এই আনন্দে। আনন্দ কেন মাটি হলো বুদ্ধিমান পাঠক ঠিক জানেন। তাই উজবুক সাহেব আজ...বাকিটুকু পড়ুন