বই পড়া, পড়া বই – ‘এক-এগারো’
সামনেই দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচনের প্রেক্ষাপটে, একজন সিভিল সার্ভেন্ট হিসেবে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ, সেনা মনস্তত্ত্ব এবং রাজনৈতিক ভাবাদর্শ বুঝতে মহিউদ্দিন আহমদের বইটি হাতে নিয়েছি। বইটি বাংলাদেশে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন রূপান্তরের চিত্র তুলে ধরে, সরাসরি উদ্ধৃতি ও সাক্ষাৎকারের মাধ্যমে লেখক নিরপেক্ষতার জায়গা নিশ্চিত করেছেন। লেখক সময়ের কার্যকলাপের সফলতা ও ব্যর্থতা, অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন মাত্রা নিয়ে আলোচনা করেছেন। বিশেষভাবে আমি এক-এগারোর সময়ের ঘটনাগুলো জানার জন্য এই বইটি রিকমেন্ড করব।