আমিত্ব
আমি এ. এইচ. এম. আজিমুল হক রিফাত। ছোটবেলা থেকেই লেখালেখিতে অভ্যস্ত। লেখালেখি বলতে যা ইচ্ছে হত লিখে ফেলতাম। শিক্ষক দম্পতির কনিষ্ঠপুত্র বলে যথেষ্ট স্নেহ এবং শিক্ষা দুটোই একসাথে হজম করেছি।
একসময় ভাবতাম পুলিশ হব। বাংলা মুভিগুলোতে পুলিশের বীরত্ব দেখে খুব মনে হত কবে বড় হব আর পুলিশ হব। নীল শার্ট আর খাকি প্যান্ট শৈশব মনে এক ধরনের ঘোর ধরিয়ে দিয়েছিল। সময়ের ছলনায় সেসব গেলাম ভুলে। কৈশোরে ভাবলাম, আর্মি অফিসার হব! এটাও কেমন করে যেন বাতাসের মত করে উড়ে গেল। ডাক্তার হবার কথা কেন যেন ভুলেও মাথায় আসেনি।
শেষমেশ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এক বুক স্বপ্ন নিয়ে সারাদিন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াই। আমার স্বপ্নগুলোতে যত রঙ তার কিঞ্চিত পরিমাণেও বুঝি বাস্তবে নেই। এতো রঙ কোত্থেকে আসে নিজেই জানি না!
সহস্র রঙের ঝুলিটা সাথে নিয়ে এখানে সেখানে বসে পড়ি। দোকানি মামাকে বলি, এককাপ চা দেন তো মামা, দুধ-চিনি একটু বেশিই দিয়েন।
চা খেতে খেতে ভাবি, জীবনটা এতো সুন্দর কেন?!