নিজের মতো করে বাজিয়ে যেটা ভালো মনে হয়েছে সেটা আল্টিমেটগিটারডটকমে গত রাতে এড করেছিলাম। আজ দেখি পাবলিশ করে দিয়েছে তারা!
[Intro]
G Cadd9 Em7 Dsus4
[Verse 1]
G
মেঘলা দিন
Cadd9
তোমাকে ভেবে কেটে যায় রঙিন
Em7
ফেলে আসা ভালবাসা মলিন
Dsus4
তবুও মনে পড়ে যায়
G
চায়ের কাপ
Cadd9
তোর আমার যতো স্মৃতির চাপ
Em7 Dsus4
হিসেব মেলানো কঠিন...
[Chorus]
G Cadd9 Em7 Dsus4
যদি আবার, দেখা হয় তোমার আমার
G Cadd9
ভুলে যেও সব অভিমান
Em7 Dsus4
ছিলো যতো ঝণ......হা হা হা
G Cadd9 Em7 Dsus4
আছি আজো, আমি শুধুই তোমার
G Cadd9
জানি তুমি অন্য কারো
Em7 Dsus4
আমি দিশাহীন......
[Verse 2]
G Cadd9
আমার মন খারাপের সুর
Em7 Cadd9
মিশে গেছে যতোদুর।
Em7 Cadd9 Dsus4
তুমি শুনতে কি পাও, এই গান।
G Cadd9
যাক না দিন এমন, তোমাকে ভেবে ভেবে
Em7 Cadd9 Dsus4
হয়ে যাক আজ প্রতিক্ষার অবসান।
G Cadd9 Em7
লুকিয়ে থাক, শীতের কুয়াশায় ভেজা দুচোখ।
Cadd9 Em7
ভুলে যাওয়া যতো গল্প আজ
Em7 Dsus4
প্রেম হয়ে ফিরে যায়।
G Cadd9 Em7
আড়াল হোক জমিয়ে রাখা যতো কষ্ট সব।
Em7 Dsus4
শিশির হয়ে ঝড়ে যাক।
[Chorus]
G Cadd9 Em7 Dsus4
যদি আবার, দেখা হয় তোমার আমার
G Cadd9 Em7 Dsus4
মনে করো সেই মন ভাঙা গল্প-গান......হা হা হা
G Cadd9 Em7 Dsus4
আছি আজও, আমি শুধুই তোমার
G Cadd9
জানি তুমি অন্য কারো
Em7 Dsus4
আমি দিশাহীন......
অনুরূপ