রাজধানী ঢাকার কোন শপিং মল, মার্কেট বা এলাকা কবে বন্ধ থাকে
জনাব অর্বাচীন উজবুক সাহেব বৃহস্পতিবার সকালে উঠে ঠিক করলেন সেগুনবাগিচা যাবেন। ইদানিং খেয়ে খেয়ে যা ওজন হয়েছে, তাতে একটু কমানো দরকার; আর ওজন কমছে কী না তা জানার জন্য দরকার একটা ওজন মাপার যন্ত্র। সেগুনাবগিচার বিএমএ (এটা কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমি না, এইটা হইল বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন!)-তে এই যন্ত্রটা পাওয়া যাবে। তিনি খানিকটা হেঁটে, খানিকটা বাসে চেপে প্রেস ক্লাবের সামনে নামলেন। এদিকে আবার মেট্রোরেলের কাজ চলছে! কিন্তু এলাকা সুনসান নীরব! বুঝতে বাকী রইল না তার! আজ এই এলাকার সকল দোকান-পাট বন্ধ। হায়রে কপাল, আজকেই এই জিনিস ঘটতে হবে। আরেকদিন উজবুক সাহেব স্বয়ং মঙ্গলবার বিকেলকে বুধবার বিকেল ভেবে নাচতে নাচতে বসুন্ধরা সিটিতে হাজির হলেন নতুন ফোন কিনবেন এই আনন্দে। আনন্দ কেন মাটি হলো বুদ্ধিমান পাঠক ঠিক জানেন। তাই উজবুক সাহেব আজ ঠিক করেছেন, একটা টেবিলে লিখে রাখবেন এই যাদুর শহর ঢাকার কোন এলাকা কবে বন্ধ থাকে তা নিয়ে। আর যেহেতু টেবিলটা তৈরি হচ্ছেই, থাকুক না তা সবার সাথে ভাগ করা (শিক্ষিত সমাজের ভাষায় ‘শেয়ার করা’)। টেবিলখানা লিখতে গিয়ে যেসব পোর্টাল বা ব্লগ থেকে সাহায্য পাওয়া গেছে, তা অকাতরে তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন পোস্টের নিচের অংশে!
| দিন/ বার | এলাকা | শপিং মল/ মার্কেট/ বিপণি বিতান |
|---|---|---|
| রবিবার সোমবার অর্ধেক দিন | আগারগাঁ, তালতলা, শেরে বাংলা নগর, শ্যাওড়া পাড়া, কাজী পাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুখেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএসএইচ, ওল্ড ডিওএসএইচ, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁ ইন্ড্রাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলসান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া। রামপুরা, বনশ্রী, খিলগাঁ, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড় | বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি ভবন), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি। মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট |
| সোমবার | ||
| মঙ্গলবার বুধবার অর্ধেক দিন | কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া | বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্চিড প্লাজা |
| বুধবার বৃহস্পতিবার অর্ধেক দিন | বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলখেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু | যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশাল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা |
| বৃহস্পতিবার শুক্রবার অর্ধেক দিন | মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট। ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরেরপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট | মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআড়টিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কর্পোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট। মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইং টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মারকেত-১, এবং ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, খাদ্দার মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মুকাররম মার্কেট, আজিজ কোওপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট |
| শুক্রবার শনিবার অর্ধেক দিন | বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিন-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালী থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঙ্খারপুল, গুলিস্থানের দক্ষিন অংশ | আজিমপুর সুপার মার্কেট, গুলিস্থান হকারস মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট, ইসলামপুর কাপরের দোকান, ছোট কাঁটরা, বড় কাঁটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট |
| শনিবার |
তথ্যসূত্রঃ পরিবর্তন, গ্লোবটুডেবিডি, নিউজ২৪বিডি
2wTABbpObyC
iOI12khWaJp
KQzgyiZjhnI
W2cBdPDJE0x
9eubxcjorAt
qq3CA7bv1Dj
ldef4SpyRJa
v17IpFjlnOR
q8rvlkti0zp
SqYRM9aQ9lz
5vPhncAbpQz
979betcom is my go-to for weekend sports bets. Always a good selection, and the live betting is fun. Haven’t had any problems so far. Check them out for yourself: 979betcom
Just stumbled upon 77bbbet. Claim to offer some attractive promotions. Will definitely check it’s legitimacy before I dive in.
A777gameapk saved my life on that long commute! Runs smooth and the games are fire. Definitely needed: a777gameapk
Cwinsgame is alright, has a solid selection of games. Not my favorite site, but it’s reliable and works on different devices. Check it out yourself! Right here: cwinsgame