নারী, শ্রদ্ধা তোমার প্রতি
না, ফেইসবুক কাভার ফটো বদলানো তো হল অনেক। অনেকবারই তো এই দিনে কাজী নজরুলের নারী কবিতার ওই বিশেষ দুটি লাইন দিয়ে স্ট্যাটাস দিলাম। নারীবাদী কত ছবি টবি দিয়ে ফেইসবুক টাইমলাইন বোঝাই করে দিলাম। আজ আর না।
কট্টরপন্থীদের মত এসব একেবারেই বাদ দিতে বলছিনা। ওসবও অনেককে অনুপ্রেরণা যোগায়। আসুন না সেই সাথে কয়েকটা ভালো কাজ করি, কমপক্ষে করবার চেস্টা করি।
বাসায় আপনার মাকে কখনও মুরগির রানটা খেতে দেখেছেন? সবচেয়ে মজার রান্নাগুলো কার পাতে যায় আগে? আমার কিংবা আপনারই, তাই না? আজই করতে হবে এমন না… চলুন একদিন মাকে বলে বসি, আম্মু রানটা তুমিই খাও তো, প্রত্যেকদিন রান ভালো লাগে না। দেখবেন, আপনার মা কেঁদে ফেলেছেন!
প্রতিদিন বাসে বসে কাজের উদ্দেশ্যে যখন যাচ্ছি, দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বা বয়স্ক লোকটাকেই বসতে দেই আমাদের আসন ছেড়ে।
রাস্তায় কোন মেয়ে কীভাবে বের হল, এসব নিয়ে একশ’টা পোস্ট না দিয়ে, নিজেরাই সংযত হই।
ইদানিং লক্ষ্য করবেন, মেয়েদের দুর্বলতার বিষয়গুলো নিয়ে অনেকে রঙ্গতামাশা করে। এগুলো খুব নিচু মানসিকতার পরিচয়বাহক। এসবও বাদ দেই আজ থেকেই।
নারীদের জন্য কেন সংরক্ষিত অমুক থাকবে তমুক থাকবে, এসব নিয়ে বিতর্কেরও অবসান করি চলুন।
মাত্র দেখলাম, একটা ছবিতে লেখা “কারা বেশি ধোকা দেয়? ১। মেয়েরা ২। ছেলেরে”… এধরণের উন্নাসিক ধ্যানধারণা থেকে আমরা মুক্ত হই চলেন, এসব পোল-এ আমরা অংশগ্রহণ না করি।
আপনার আমার এসব পরমাণু সদৃশ অবদানের জন্য আন্দোলন লাগে না। লাগে মানসিকতা।
এরকম শত-সহস্র ক্ষুদ্র ক্ষুদ্র শুভ কাজগুলো করলেই আজকের নারী দিবসের তাৎপর্য সফল হবে।
সহজ কথায়, আসুন নারীদের প্রতি শ্রদ্ধাশীল হই।
#IWD2016 #PledgeForParity